আজিজুল ইসলাম নদীতে মাছ ধরতে গেলে নদীর শ্রোতে ডুবে তুলিয়ে যান

আব্দুস সালাম ষ্টাফ রিপোর্টারঃ
নীলফামারী সদরের পন্চপুকুর ইউনিয়নের চ্যাংমারী দিগল ডাংগী টারীর মোঃ রুবেল ইসলামের পিতা মোঃ আজিজুল ইসলাম নদীতে মাছ ধরতে গেলে নদীর শ্রোতে ডুবে তুলিয়ে যান।

ঘটনাটি ঘটে সোমবার (২৬শে সেপ্টেম্বর) দুপুর ২.৩০টায় চাপড়া সরমজানী ইউনিয়নের খাচুয়ার ব্রীজের নিচে।

পারিবারিক সুত্রে জানাযায়, চাপড়া সরমজানী ইউনিয়নের পূর্ব লতিফ চাপড়া গ্রামে তার নিজ জামাইর বাড়িতে বেরাতে গেলে জানতে পারেন, জামাইর বাড়ি সংলগ্ন খাচুয়ার ব্রীজের নিচে নদীতে প্রচুর মাছ দেখা যাইতেছে সেই মাছ ধরতে জামাই সহ ছাপ জাল নিয়া নদীতে নামলে শ্রতে জাল সহ তলিয়ে যান।

প্রত্যক্ষদর্শী ও জামাই সহ নদীতে অনেক খোজাখুজি করার পরেও পাওয়া না গেলে নীলফামারী সদর ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে অনেক খোজাখুজি করেও খুজে পাননি।

এদিকে খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান, পন্চপকুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওয়াহেদুল ইসলাম সরকার ও চাপড়া সরমজানী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাংগীর আলম (লালন) সহ স্থানীয় নেতৃবৃন্দ। চাপড়া সরমজানী ইউনিয়নের চেয়ারম্যান এর সহযোগিতায় ডুবুরী টিমকে খবর দেয়া হয়, ডুবুরী টিম এসেও রাত পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ হয়। আজিজুল ইসলামকে মৃত অথবা জীবিত খুজে না পাওয়ায় এলাকায় শোখের ছায়া নেমেছে।

উল্লেখ্য, নীলফামারী সদর থানার এস.আই মোঃ আরমান ঘটনা স্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আজ (মংগলবার) রংপুরের ডুবুরী টিম এসে উদ্ধার তৎপরতা চালাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *