রমজানের ইফতারির জন্য আমাদের থাকে নানা আয়োজন। আমাদের সমাজে অনেক শিশু আছে যারা জানে না আজকের ইফতারিতে তারা কি খাবে অথবা আদৌ কিছু খেতে পারবে কিনা।
এমন দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন রংপুর উপজেলার শিক্ষার্থীদের বাহক স্বেচ্ছাসেবী সংগঠন । সম্প্রতি রংপুরে পথশিশুদের নিয়ে রমজানের ইফতারের আনন্দ ভাগাভাগি করে নিতে চায় সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
আগামী ২৪ তারিখ ( ২২ রমজান) বাহক করতে যাচ্ছে পথশিশু দের নিয়ে ইফতার। তাদের আয়োজন এ তারা ২৫০+ পথশিশু কে ইফতার করাতে চাচ্ছে। এই আয়োজন এ যুক্ত হতে পারেন আপনারাও৷ বাহক একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান। যাদের মূল উদ্দেশ্য পথশিশু দের নিয়ে কাজ করা।
আপনারা চাইলে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, অথবা আমাদেরকে ডোনেট করতে পারেন।
বিকাশ নাম্বার : 01319142624
নগদ নাম্বার : 01319142624