আগামী ২৪ তারিখ (২২ রমজান) বাহক করতে যাচ্ছে পথশিশু দের নিয়ে ইফতার

রমজানের ইফতারির জন্য আমাদের থাকে নানা আয়োজন। আমাদের সমাজে অনেক শিশু আছে যারা জানে না আজকের ইফতারিতে তারা কি খাবে অথবা আদৌ কিছু খেতে পারবে কিনা।

 

এমন দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন রংপুর উপজেলার শিক্ষার্থীদের বাহক স্বেচ্ছাসেবী সংগঠন । সম্প্রতি রংপুরে পথশিশুদের নিয়ে রমজানের ইফতারের আনন্দ ভাগাভাগি করে নিতে চায় সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

 

 

আগামী ২৪ তারিখ ( ২২ রমজান) বাহক করতে যাচ্ছে পথশিশু দের নিয়ে ইফতার। তাদের আয়োজন এ তারা ২৫০+ পথশিশু কে ইফতার করাতে চাচ্ছে। এই আয়োজন এ যুক্ত হতে পারেন আপনারাও৷ বাহক একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান। যাদের মূল উদ্দেশ্য পথশিশু দের নিয়ে কাজ করা।

 

 

আপনারা চাইলে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, অথবা আমাদেরকে ডোনেট করতে পারেন।

 

বিকাশ নাম্বার : 01319142624

 

নগদ নাম্বার : 01319142624

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *