আক্ষেপ
আলহাজ্ব মোঃ আবুল কাশেম
রংপুর।
প্রিয় দেশ মাতৃকা, বংশ পরম্পরায় জন্ম তুমি
নমি নমি জীবন প্রভাতে, তোমার চরণ চুমি।
তোমার জঠরে জন্ম আমার, জীবনের চেয়ে প্রিয়
তোমাকে অপমান? কালিমা লেপন? কে করে হেয়?
আছেনা তোমার, দামাল ছেলেরা? প্রতি ঘরে ঘরে
পাবেনা ছাড়! যারা করেছে অপমান বারে বারে।
মাষ্টার দা, ক্ষুদিরাম, সালাম, বরকত, আসাদ
দিয়েছে রক্ত মায়ের সম্মানে, করেছে প্রতিবাদ।
ধ্বনিত হল, মায়ের শৃঙ্খল ভাঙ্গার আন্দোলন
পূর্ব সুরির স্মরণে করি, একাত্তরে মরণ পণ।
করি সংগঠন নিয়ে সব দামাল, নিবেদিত প্রাণ
মুক্তার এলাহী রংপুর, মুজিব বাহিনী প্রধান।
বাহিনীর লাগি যত রসদ, যোগানে দায়িত্ব আমার
গামছা-লুঙ্গি-গেঞ্জি-জুতা, ঔষধ-শুকনা খাবার।
দিয়েছি যুদ্ধের হাতিয়ার, আরো কত উপকরণ
আমার বেতন করেছি তাদের, ভরণ পোষণ।
ছলে-বলে-কৌশলে, জেনেছি গোপন সংবাদ
দিয়েছি প্রধানকে, করতে প্রতিহত প্রতিবাদ।
ছয়টি মাস কেটেছি সতর্কে, বিনিদ্র রজনী
শত্রু-মিত্র বুঝা ভাড়, নিদারুণ দুঃখের কাহিনী।
পাবলিক লাইব্রেরীতে, মুক্তি যোদ্ধার আনাগোনা
সন্দেহে, করে বন্দী আমায়, যমদুত পাক সেনা।
লাইব্রেরীর সভাপতি, আমীন সাহেবের চেষ্টায়
স্রষ্টার রহমতে পাই ছাড়া, মুক্তি দেয় আমায়।
চাওয়া পাওয়া নাই কিছু, চার যুগ গেছে পেরিয়ে
চল্লিশ বছরে হলনা সনদ, আজো যাচাই বাছায়ে।