শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে দল পাননি সাকিব আল হাসান।
আইপিএলে দল পাওয়ার সুযোগ যে একেবারে শেষ হয়ে গেছে সাকিবের সেটাও নয়। কোনো দল যদি আগ্রহ দেখায়, তাহলে আগামীকাল রোববার নিলামের শেষ দিনে ডাকা হবে সাকিবের নাম।
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। ২০১৮ ও ২০১৯ পর্যন্ত খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তিন বছর হায়দরাবাদে খেলার পর সবশেষ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সে ফেরেন বাঁ-হাতি অলরাউন্ডার।
- ( শীর্ষনিউজ টুয়েন্টিফোর স্পোর্টস আপডেট )
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে দল পাননি সাকিব আল হাসান। ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত আসন্ন আইপিএলের জন্য প্রথম দিনের নিলামে অল-রাউন্ডার ক্যাটাগরিতে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে সাকিবকে ডাকা হলে কোনো দল আগ্রহ দেখায়নি বাংলাদেশ দলের এই সেরা অল-রাউন্ডারকে।
গত বছর আইপিএল মৌসুমটা বেশ বাজেভাবে কেটেছিল সাকিবের। এরপর বিশ্বকাপেও নিজেকে প্রমাণ করতে পারেননি সাকিব। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে শেষ পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, ফর্ম ফিরে পেয়েছেন।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।