প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল অ্যায়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ জিতে নিয়েছে সফরকারীরা।
টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক পল স্টার্লি। ইনিংসের শেষে কাইরেন পোলার্ডের দলকে থামতে হয় ২১২ রানে।
২১৩ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম বলেই উইলিয়াম পোটারফিল্ডকে হারাতে হয় আইরিশদের। লক্ষ্য ছোট হওয়ায় ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি উইন্ডিজরা। ৩১ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর ভিড়ায় অ্যায়ারল্যান্ড।