লিবিয়া উপকূলে ৩০২ অবৈধ অভিবাসী উদ্ধার
শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার শুক্রবার বলেছেন, লিবিয়া উপকূল থেকে মোট ৩০২ অবৈধ অভিবাসীকে উদ্ধার করে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে। খবর সিনহুয়ার।
জাতিসংঘ শরণার্থী সংস্থার টুইটার বার্তায় বলা হয়, গত রাতে সাগরে তিন দফা অভিযান চালিয়ে ৩০২ ব্যক্তিকে উদ্ধার করে ত্রিপোলি ও জবিয়ায় নেয়া হয়।
এতে বলা হয়, উদ্ধারকৃতদের মধ্যে ৫০ নারী ও ২২ শিশু রয়েছে। তারা আরও জানায়, ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক রেডক্রস প্রাণে বেঁচে যাওয়া এসব শরণার্থীকে ওষুধ এবং ত্রাণ সামগ্রী দেয়।