অবশেষে মুখ খুললেন, পপি, বিয়ে করে ‘মা হচ্ছেন’

অবশেষে মুখ খুললেন, পপি, বিয়ে করে ‘মা হচ্ছেন’।

 

শীর্ষ নিউজ টোয়েন্টিফোর ডটকম

 

খানসহ অনেক নায়কের সঙ্গে জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। একাধিকবার জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

 

তবে অনেকদিন ধরেই অভিনয়ে নেই এই অভিনেত্রী। গুঞ্জন শোনা যায়, তিনি বিয়ে করে সংসারে মনযোগ দিয়েছেন। হয়েছেন এক সন্তানের মা।শুধু তাই নয়, ব্যবসায়ী স্বামীর বারণেই সিনেমা ছেড়ে দিয়েছেন পপি। আর কখনো তাকে অভিনয়ে দেখা যাবে না, এমন খবরও পাওয়া গেছে।

 

তবে এসবই গুঞ্জন আকারেই ছড়িয়েছে শোবিজে৷ নানা সূত্রে৷ যার ফলে পপির হঠাৎ আড়াল হয়ে যাওয়া নিয়ে ধোঁয়াশা ছিলোই।

 

এবার পাওয়া গেল পপির বক্তব্য। তিনি নিজে সিনেমার একটি সূত্রকে নিশ্চিত করেছেন, তার বিয়ে ও মা হওয়ার খবর স্রেফ গুঞ্জন। পপি বলেছেন, পারিবারিক কিছু বিষয় নিয়ে সমস্যায় আছেন তিনি। সেগুলো সমাধান হয়ে গেলেই আগের মতো নিয়মিত হবেন শোবিজে।

 

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এ-র সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *