অপু বিশ্বাস লাইভে এসে যা চাইলেন
শীর্ষ নিউজ টোয়েন্টিফোর ডেস্কঃ
অপু বিশ্বাস নিজের ফেসবুক থেকে লাইভে এসে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ছবির প্রচারের জন্য।
তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, ছ্যাচড়ার মতোই বলছি, দয়া করে সবাই ছবিটি দেখবেন, সবাই ছবিটির সাথেই থাকবেন। লাইভে বারবার অপু তার ভক্ত ও দর্শকদের ছবিটি দেখার অনুরোধ করেন
রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুক লাইভে অপু বলেন, অনেক বছর পর বাংলা সিনেমার প্রতি দর্শকের ভালোবাসা বোঝা যাচ্ছে।
তিনি বলেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ছবিটির কলাকুশলীসহ দর্শকদের ধন্যবাদ জানান অপু বিশ্বাস। এই ছবির নায়িকার চরিত্রে অভিনয় করেছেন অপু। তার বিপরীতে অভিনয় করেছেন নায়ক বাপ্পি চৌধুরী।
এ মুহূর্তে ঢাকায় নেই অপু। তাই ছবিটির প্রচারণায় অন্যান্যদের সাথে হলে যেতে পারেননি তিনি। তবে অপু জানান আগামী পরশুদিন ঢাকায় এসে তিনি অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখবেন।
গত ১১ ফেব্রুয়ারি মুক্তি পায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২। প্রায় চার বছর আগে ২০১৮ সালে এ সিনেমার নির্মাণকাজ শুরু হয়। শেষ হয়েছিল পৃথিবীজুড়ে করোনাভাইরাস হানা দেওয়ার আগেই।
কথা ছিল ২০১৯ সালে দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি। সেই ছবি অবশেষে মুক্তি পেলো এবার ভালোবাসা দিবসকে উপলক্ষ করে।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।