অন্তঃসত্ত্বা পুত্রবধূকে হত্যা

রংপুরে অন্তঃসত্ত্বা পুত্রবধূকে হত্যার অভিযোগে শ্বশুর ও শাশুড়ি কে গ্রেফতার করেছে রংপুর র‍্যাব ১৩।

রংপুরে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা পুত্রবধূ হত্যার দায়ে শশুর ও শাশুড়ি কে গ্রেফতার করেছে রংপুর র‍্যাব ১৩।
বুধবার রাতে লালমনিরহাটের বছীরটারি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়, বৃহস্পতিবার সকালে র‍্যাব ১৩ সিনিয়ার সহকারী পরিচালক সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

গত ১৯ জানুয়ারি নগরীর তাজহাট থানা এলাকায় যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা পুত্রবধূ জান্নাতি কে পিটিয়ে হত্যা করে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।এ ঘটনায় নিহতের বাবা তাজহাট থানায় মামলা করলে, পরে রংপুর র‍্যাব ১৩ তদন্তে নামে বুধবার রাতে গোপন সংবাদএর ভিত্তিতে লালমনিরহাট সদর উপজেলার বছীরটারি এলাকা থেকে।

নিহতের শাশুড়ি মোরশেদা বেগম ও শশুর আতাউর রহমানকে গ্রেফতার করে।র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এ হত্যার দায় শিকার করে এবং বৃহস্পতিবার বিকেলে তাদের তাজহাট থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছে রংপুর র‍্যাব ১৩।

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এ-র সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *