অনুমতি দিচ্ছে ফেসবুক রাশিয়ার সহিংসতা নিয়ে পোস্ট করার

পরিবর্তন মেটা’র হেট স্পিচ পলিসিতে

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

 

ই-মেইলের তথ্যানুযায়ী, আর্মেনিয়া, আজারবাইজান, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেনে বর্তমানে নীতিমালার এ পরিবর্তন ও পোস্ট দেয়ার সুবিধা চালু রয়েছে।

 

 

সোশ্যাল মিডিয়া জায়ান্টের মূল প্রতিষ্ঠান মেটা তাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদেরকে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের সহিংসতা নিয়ে পোস্ট করার অনুমতি দিচ্ছে। তবে, এই সুবিধা কয়েকটি দেশের ব্যবহারকারীদের মধ্যে সীমিত করা হয়েছে।

 

রয়টার্স মেটার অভ্যন্তরীণ ই-মেইল সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ও দেশটির প্রশাসনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মূলত পোস্ট করার সুবিধা দেয়া হচ্ছে। এ কারণে, সীমিত সময়ের জন্য প্লাটফর্মগুলো হেট স্পিচ পলিসিতে পরিবর্তন আনা হয়েছে। এমনকি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকোর মৃত্যু চেয়ে দেয়া পোস্টও অনুমোদন করছে বলে কনটেন্ট মডারেটরদের কাছে পাঠানো ই-মেইল সূত্রে জানা গেছে।

 

এক বিবৃতিতে মেটার একজন মুখপাত্র বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আমরা অস্থায়ীভাবে রাজনৈতিক একতা ও মতপ্রকাশের সুবিধা চালু করেছি। যেগুলো রাশিয়ান সেনাবাহিনীর মৃত্যু কামনার মতো হিংসাত্মক বক্তব্য এবং আমাদের নীতি ভঙ্গ করে।

 

 

এদিকে, যুক্তরাষ্ট্রে অবস্থিত রাশিয়ান দূতাবাস মেটার এ ধরনের আক্রমণাত্মক কার্যক্রম বন্ধে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানায়।

 

এক টুইটে দূতাবাস জানায়, ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা প্লাটফর্মটির মালিকানা প্রতিষ্ঠানকে সত্যের মানদণ্ড নির্ধারণের এবং এক জাতির বিপক্ষে অন্য জাতিকে উসকে দেয়ার অধিকার দেয়নি। ভারতে থাকা দূতাবাসেও এ বার্তা প্রচার করা হয়।

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *