অনুমতি দিচ্ছে নারী ক্রিকেট দলকে তালেবানরা !

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

আইসিসির নিয়ম অনুযায়ী টেস্ট খেলুড়ে দেশে নারী ক্রিকেট দল থাকতে হবে। তাই ক্রিকেটের স্বার্থে তালেবান সরকার আফগানিস্তানে নারীদের ক্রিকেট খেলার অনুমতি দিচ্ছে।

 

তালেবান সরকার ক্ষমতায় আসার পর ক্রিকেট বিশ্ব আশঙ্কা করেছিল নারী ক্রিকেট দল হয়তো থাকবে না আফগানিস্তানে। তখন টেস্ট স্ট্যাটাস হারাবে আফগানিস্তান। এমনকি তালেবান ক্ষমতায় আসার পর রশিদ খানদের সঙ্গে একমাত্র ঐতিহাসিক টেস্ট স্থগিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সমালোচনার মুখে পড়েছিল দেশটির ক্রিকেট।

 

আইসিসির নিয়ম বলছে, প্রতিটি টেস্ট খেলুড়ে দলের নিজ বোর্ডের অধীনে নারী ক্রিকেটারদেরও খেলার ব্যবস্থা করতে হবে। এটি না করলে হুমকির মুখে পড়বে দেশটির ক্রিকেট। তাই এ অবস্থা চললে টেস্ট স্ট্যাটাস হারাতে হবে আফগানিস্তানকে। তবে স্বস্তির খবর আফগানিস্তানের ক্রিকেটকে পর্যবেক্ষণে রাখা আইসিসি আপাতত তাদের নারী ক্রিকেট সচল রাখার খবর প্রকাশ করেছে। আইসিসির বোর্ড সভা শেষে জানান হয়, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নারী ক্রিকেটে উন্নয়নের ব্যাপারে আশ্বাস দিয়েছে।

 

এই খবরেই আইসিসি সদস্য অবশ্য তাদের কাজ থামিয়ে রাখবে না। তাদের নিযুক্ত আফগানিস্তান ওয়ার্কিং গ্রুপ বিষয়টি নজরদারি করবে এবং সর্বশেষ খবর জানার চেষ্টা করবে আইসিসি। ওয়ার্কিং গ্রুপে অস্ট্রেলিয়ার ইমরান খাজার নেতৃত্বে আছেন আয়ারল্যান্ডের রস ম্যাককালাম, পাকিস্তানের রমিজ রাজা ও দক্ষিণ আফ্রিকার লওসন নাইদো।

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *