শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
সোমবার দুপুরে জালাল ইউনুস জানিয়েছিলেন, পরিস্থিতি বিবেচনায় তৃতীয় ওয়ানডের পর সিদ্ধান্ত নেবেন সাকিব। আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
সাকিব আল হাসানের পরিবারের বেশ কয়েকজন অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি। এমন অবস্থায় সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও টেস্ট সিরিজে না খেলা নিয়ে শঙ্কা জাগে।
‘সাকিবের সঙ্গে গতকাল কথা হয়েছে আজও কথা হয়েছে। তার পরিবারের অনেকে অসুস্থ। তারা হাসপাতালে আছে। এটা বড় ক্রাইসিস। আবার এদিকে সিরিজও চলছে। তো এখনও সে বুঝে উঠতে পারছে না কি করবে। সে আপাতত সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় ওয়ানডে খেলবে। যদি কোনো সিরিয়াস কিছু না হয় যে এখানে আসতেই হবে, এমন কিছু না হলেও সে তৃতীয় ওয়ানডে অবশ্যই খেলবে। তো এখনই আসবে কি না, তা বলা যাচ্ছে না। আমাদের অপেক্ষা করতে হবে। বাজে কিছু না হলে আমরা তৃতীয় ওয়ানডেতে ওকে পাচ্ছি।’
এর খানিক পরে জালাল ইউনুস নিশ্চিত করেন, দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে রওনা করবেন সাকিব আল হাসান।
তবে দক্ষিণ আফ্রিকায় থাকা দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, এখনই দেশে ফিরছেন না সাকিব আল হাসান।
‘সত্যি বলতে সাকিবের পরিবারে বেশ কয়েকজন অসুস্থ, মেডিকেল ইমার্জেন্সি আছে। যার জন্য একটা দ্বিধা তো আছেই তার মনে, ঢাকা থেকেও তার পরিবারের সঙ্গে যোগাযোগ হচ্ছে। তাই টিকিট তো প্রায়ই বুক করতে হচ্ছে, আজকেও কথা ছিল চলে যাওয়ার, ব্যাগও গুছিয়ে ফেলছিল অনেকটা সে চলে যাবে আজকে। তবে সাকিবই টার্ন ডাউন করেছে যে ও যাবে না, খেলেই যাবে। মোট কথা হলো সে খেলেই যাবে। যদিও তার যাওয়া নিয়ে জালাল ভাই একটা কথা বলে ফেলেছে। তার কিছুক্ষণ পরেই সাকিব সিদ্ধান্ত নিয়েছে ও যাবে না। এখন সাকিব যাচ্ছে না, থার্ড ওয়ানডে খেলেই পরে চিন্তা করবে। যদিও মেডিকেল ইমার্জেন্সি তো আছেই, এটাতে কারোরই হাত নেই। পারিবারিক ব্যাপারটা তো সবার জন্যই গুরুত্বপূর্ণ। এ জন্যই আসলে এ রকম হচ্ছে।’
খালেদ মাহমুদ আরও বলেছেন, ও (সাকিব) টোটালি খেলতে চায়, প্রথম থেকেই খুব ইনট্যান্স। প্রথম ম্যাচেও ম্যাচ সেরা হয়েছে, দ্বিতীয় ম্যাচেও দারুণ বোলিং করেছে। সেও চায় সিরিজটা জিততে, ভালো করতে। ও জানে তাকে ছাড়া এখানকার কন্ডিশনে খেলা কতটা কঠিন। তবে এই সিরিজটার জন্য সাকিব সেক্রিফাইস করছে, যেটা খুবই ভালো ব্যাপার আমাদের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য। আশা করুই তার সব ঠিকঠাক থাকবে। তৃতীয় ওয়ানডে টা শেষ হলে সিদ্ধান্ত নেবে কি করবে।’
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।