অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৫ টি দোকান

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৫ টি দোকান, অক্ষত কুরআন শরিফ

শীর্ষ নিউজ টোয়েন্টিফোর ডেস্কঃ

সোমবার রাত ১০টার দিকে বরগুনা শহরের পশু হাসপাতাল সড়কে অ’গ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে চারটি ফার্মেসি, একটি আবাসিক হোটেল এবং ছয়টি গৃহসজ্জার দোকান এবং তিনটি বাড়িসহ প্রায় ১৫ টি বাড়ি পুড়ে গেছে।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো সব পুড়ে ছাই হয়ে গেলেও কো’রআন অক্ষত রয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রত্যক্ষদর্শী মোবারক বেডিং এর কালাম বলেন, প্রথমে আমাদের গৃহসজ্জার দোকান থেকে আগুন দেখতে পেয়ে দৌড়ে সবাইকে খবর দেই।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বরগুনা সদর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে তাদের ইঞ্জিন ব্যর্থ হয়। বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিস ভবনে ভাঙচুরের চেষ্টা করে। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের গাড়ি নিরাপদে সরিয়ে নেন।

পরে পটুয়াখালীর মির্জাগঞ্জ, বরগুনার বেতাগী ও নদীর তীর হয়ে পাথরঘাটা ও আমতলী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘরসহ ১৫টি স্থাপনা পুড়ে গেছে।

স্টার ফার্মেসির মালিক মো. জাকারিয়া বলেন, আমার ফার্মেসিতে এক কোটি টাকার বেশি এবং মুন মেডিকেল ফার্মেসির মালিক মুজাহিদ জানান, আমার ফার্মেসিতে প্রায় এক কোটি টাকার ওষুধ রয়েছে এবং কিছু মালামাল সরিয়ে নিতে পেরেছি।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয় ফার্মেসি ও খান হোটেলে। ফার্মেসির ওষুধের রাসায়নিক ও আবরণ আগুনের তীব্রতা আরও বাড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *